Thursday, June 23, 2011

এসএমএসে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া শুরু


ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বৃহস্পতিবার থেকে মোবাইলের এসএমএসের মাধ্যমে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া শুরু হয়েছে।

প্রাথমিক পর্যায়ে টেলিটক, গ্রামীণফোন ও রবি'র সিম ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন। এ জন্য মোবাইলের এসএমএস অপশনে গিয়ে 'এসবি (SB)' লিখে '১৬৩৩৩' নম্বরে পাঠাতে হবে। বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেলেও দু'একদিনের মধ্যে ভোট দেওয়া যাবে। প্রতিটি এসএমএসে ভ্যাটসহ খরচ পড়বে দুই টাকা ৩০ পয়সা।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এসব তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, এসএমএস ভোটি শুরুর আগেই বাংলাদেশ সপ্তাশ্চর্য নির্বাচনে প্রথম স্থানে চলে এসেছে। এ প্রক্রিয়ায় ভোট দেওয়ার প্রক্রিয়া জোরদার হলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।

No comments:

Post a Comment